ঢাকা, , ২৭ এপ্রিল, ২০২৪

দেশের ৯৫ শতাংশ মানুষ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি: এবি পার্টি

টাইমসনিউজটোয়েন্টিফোর.কম

Saturday,20 January 24 10:24:14

রাজধানীতে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, দেশের ৯৫ শতাংশ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। একদলীয় আওয়ামী শাসন দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

শনিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন। এবি পার্টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

তাজুল ইসলাম বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর যে কেউই স্বীকৃতি দিক না কেন, বাংলাদেশের ৯৫শতাংশ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। কাজেই এই নির্বাচন বৈধতা পাওয়ার প্রশ্নই আসে না। আমরা এই নির্বাচন, এই অবৈধ সংসদ কখনো মেনে নেব না।’

পাঠকের মন্তব্য