ঢাকা, , ২৭ এপ্রিল, ২০২৪

ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টাইমসনিউজটোয়েন্টিফোর.কম

Saturday,20 January 24 10:15:25

দক্ষিণ আফ্রিকাতেই চার বছর আগে বিশ্বজয় করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চার বছর পর সেই দক্ষিণ আফ্রিকাতেই আরেকটি বিশ্বকাপ হার দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের। ব্লুমফন্টেইনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮৪ রানে হেরেছে সেই ভারতের কাছে, চার বছর আগে ফাইনালে যাদের হারিয়েই বিশ্বজয় করেছিল বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে আজ ২৫২ রানের লক্ষ্য দেয় ভারত। বাঁহাতি পেসার মারুফ মৃধা ৫ উইকেট নিলেও ভারত করে ৭ উইকেটে ২৫১ রান। রান তাড়ায় বাংলাদেশের যুবারা ৪৫.৫ ওভারে অলআউট ১৬৭ রানে।

রানের শুরুটা খারাপ ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আশিকুর রহমান ও জিশান আলমের উদ্বোধনী জুটি ৬.৪ ওভারেই দলকে পৌঁছে দিয়েছিলেন ৩৮ রানে। সপ্তম ওভারের পঞ্চম বলে পয়েন্টে মুরুগান অভিষেকের ক্যাচের শিকার হয়ে বিদায় নেন জিশান। ৭ বল পরই ১৭ বলে ১৪ রান করা জিশানের পথে হাটেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ভারতীয় বাঁহাতি স্পিনার সৌম্য পান্ডে বোল্ড করে দেন ৬ বলে কোনো রান না পাওয়া রিজওয়ানকে। নিজের পরের ওভারে পান্ডে যখন আরেক ওপেনার আশিকুরকে (৩৫ বলে ১৪) বোল্ড করে দিলেন, ৯.৪ ওভারে বাংলাদেশের যু্বাদের স্কোর হয়ে যায় ৪১/৩।

ডেস্ক

পাঠকের মন্তব্য