ঢাকা, , ১৩ ডিসেম্বর, ২০২৪
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দাপ্রধানসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার এ হামলায় বহুতল একটি ভবনও গুঁড়িয়ে যায় বলে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়া ও লেবাননে থাকা ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের মিত্রদের লক্ষ্য করে ইসরায়েল তাদের হামলা জোরদার করেছে। ইসরায়েলের অভিযোগ, তারা ফিলিস্তিনি ‘সন্ত্রাসী গ্রুপ’ হামাসকে সমর্থন জোগাচ্ছে। এদিকে এসব হামলার ঘটনায় গাজা যুদ্ধ আরও ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেস্ক