সুটিং চলছে আরশিনগর ফিউচার পার্কে একদিন, আরশিনগর ফিউচার পার্কের মনোরম লোকেশনে চলছে সুটিং দীর্ঘ ধারাবাহিক নাটক "আরশিনগর ফিউচার পার্কে একদিন। নাটকটির মূল ভাবনা নাসির উদ্দিন দিদার (চেয়ারম্যান, আরশিনগর ফিউচার পার্ক ও প্রধান উপদেষ্টা, মাতৃছায়া থিয়েটার) নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফ সারোয়ার, চিএগ্রহণ করছেন শরিফ রানা, নাটকে অভিনয় করছেন মডেল বন্যা চৌধুরী, শফিক, ইউলাদ রানা এবং ?....