ঢাকা, , ১১ এপ্রিল, ২০২১
পাগলী
------ সোহেল চৌধুরী
পাগলীটা আজ মা হয়েছে, প্রতি বছরের মত
তাকে ঘিরে তাই গান ধরিল, মশা মাছি শত শত।
জানেনা পাগলী সোন-মণি বলে, আদর কিভাবে করে,
অনাহারী সে ক্ষুধার জ্বালা, ভুগিছে ব্যাথার জ্বরে।
কে জানি কে, মায়া করে তারে, ছুড়িয়া দিয়াছে রুটি,
মুহুর্তে ভোলে ব্যাথা-বেদনা, হেসে হয় কুটি কুটি।
কুকুরের মত পথের ধুলায়, শিশুটি জন্ম নিল,
কোন সাহসে? কোন অপরাধে? "জারজ" খেতাব পেল?
ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? বড় হলে সে কি হবে?
পাগলী কি আর এসব ভাবে? ভাবে কি খেতে পাবে।
বড় হবে শিশু পথের ধুলোয়, সাথে বড় হবে পাপ,
বিনা অপরাধে এই পৃথিবী, দিয়ে যাবে অভিশাপ।
পুলিশে তাড়াল, ঘুম থেকে তুলে, ভিআইপি এরিয়া বলে,
ওতো পাগলী! এখানে কেন? ও, থাকবে আস্তাকুড়ে।
লাল গাড়িতে মায়া করে কে, দিল জামা ও ফল,
নতুন জামা! তবু, হাসে'নী পাগলী, চোখে দেখা গেল জল।
হঠাৎ,
বুকের মানিক হারালো পাগলী, কোন এক ঝড়ো রাতে,
বুক চাপড়ে, কাঁদে থেমে থেমে, যন্ত্রনা দিন কাটে।
আকাশের দিকে তাকিয়ে পাগলী, বিড়বিড়ে কিযে কয়,
কোনো পথিকে বোঝে না সে ভাষা, বোঝে শুধু দয়াময়।
মানিক হারানো যন্ত্রনা বুকে, পেটে ক্ষুধা- ব্যাথা-মালা,
রুটি দিয়ে তারে হায়েনার দলে, (আবার) মেটাবে যৌন জ্বালা।
কোন এক রাতে অন্ধ গলিতে, শোন যদি ঘেউ ঘেউ,
আবার হয়তো মা হবে সে, বাবা হবেনা তো কেউ।