ঢাকা, , ২ মার্চ, ২০২১
ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের সবচেয়ে বেশি ঠাণ্ডা বিরাজ করছে কার্গিলে। সেখানকার আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কার্গিলে তাপমাত্রার পারদ নেমে এসেছে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। বলা হচ্ছে, এ শীতে কার্গিলই এখন রাজ্যটির সবচেয়ে শীতলতম এলাকা।
হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু অবস্থা কার্গিলের অধিবাসীদের। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কার্গিলের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রিতে নেমে আসে। এর আগের রাতের তাপমাত্রা ছিল মাইনাস ১৯ দশমিক ৩ ডিগ্রি।
কার্গিলের নিকটবর্তী শহর লেহ’তে রাতের তাপমাত্রা মাইনাস ৬ দশমিক ৯ ডিগ্রি থেকে মাইনাস ১৩ দশমিক ৮ ডিগ্রিতে নেমে আসছে।
কর্তৃপক্ষ জানাচ্ছে, রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে পরিচিত শ্রীনগরের তাপমাত্রা এ বছর পূর্বের রেকর্ড ভেঙে মাইনাস ৩ দশমিক ১ ডিগ্রিতে নেমে আসে। বৃহস্পতিবার রাতে এ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, ৪০ দিনব্যাপী ‘চিল্লাই-কালান’ নামক শীতকালীন পরিস্থিতিতে রয়েছে গোটা কাশ্মীর। হাড় কনকনে ঠাণ্ডা অব্যাহত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। ঘন ঘন তুষারপাতে কাঁপছে ভূস্বর্গ খ্যাত এ অঞ্চল। রাতে এ অঞ্চলের তাপমাত্রা ব্যাপক কমে আসছে বলে জানা যায়।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, ৩১ জানুয়ারির পর কাশ্মীরের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে কাশ্মীর উপত্যকায় শৈত্যপ্রবাহ এরপরে আরও কিছুদিন অব্যাহত থাকবে।