ঢাকা, , ২ মার্চ, ২০২১
“একটি জীবন আমি আমার মতন করে যাপন করতে চাই। আমি বলি, আমি জীবন যাপন করি না। আমি করি জীবন উদযাপন।”
২০১৭-এর ১৮ মার্চ বিকাল চারটায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগে বসেছিল পরিব্রাজক কবি প্রাবন্ধিক ফেরদৌস নাহারের সাথে কবিতার প্লাটফরমের ১১তম আসর। নিজের কথা তিনি এভাবেই বয়ান করলেন। কেন কবি হতে চেয়েছি প্রশ্নে জানালেন, কবিকে মানুষ ভীষণ ক্ষমা করে। কবির দিকে সকলে চায়। এ এক অন্যরকম ভালোবাসা। বলে চলেন, ঘুরতে আমি ভালোবাসি। যদি আর কোনো জন্ম থাকে আমি পথ ও পাখি হয়ে জন্মাতে চাই।
কবি ফেরদৌস নাহারের সাথে সেদিন আড্ডা দিতে, তাকে শুভেচ্ছা জানাতে এবং কবিতা পাঠ করতে এসেছিলেন কবি রুবী রহমান, কবি ফরিদা মজিদ, চলচ্চিত্র পরিচালক মশিউদ্দিন শাকের, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও কবি জাহাঙ্গীর মোহাম্মদ, কবি নভেরা হোসেন, কবি রূমানা জাহান, কবি সাদিয়া আরমান, কবি আল্লাদিত্তা আরজু, কবি আশফাকুল আশেকিন, কবি ও গল্পকার মুম রহমান এবং কবির বন্ধু ও শুভাকাক্সক্ষীরা। বৃষ্টিভেজা বিকেলে আমরা কবির কণ্ঠে কবিতা শুনতে থাকি। কবি ফেরদৌসের কবিতা পাঠ কেবল শুনবার বিষয় নয়, এটি পুরোদস্তুর পারফরমেন্স। আমরা শ্রোতৃদর্শকমণ্ডলী হয়ে তার কবিতা তার জীবন উদযাপনের সাক্ষী হতে থাকি।