ঢাকা, , ২৬ ফেব্রুয়ারী, ২০২১
উৎসবের রং-এ নিজেকে সাজাতে সাধারণ কাটের স্লিমফিট ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিফকে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা।
আটসাট কাটিং বৈশিষ্ট্যের শর্ট পাঞ্জাবি আর লং পাঞ্জাবিতে থাকছে ডিজিটাল প্রিন্ট বা এমব্রয়ডারির কাজ। ফেব্রিক ভেরিয়েশনের কারণে গরমেও পাওয়া যাবে বিশেষ আরাম। পাশাপাশি জেন্টল পার্ক ওমেন শোরুমে থাকছে কামিজ, টপস, স্কার্ট, কেপ বা কুর্তার গর্জাস কালেকশন যা শুধুমাত্র ফেস্টিভ ঈদকেই প্রাধান্য দিয়ে করা হয়েছে।
জেন্টল পার্ক জুনিয়র কালেকশনে থাকছে বাড়ির ছোট্ট সদস্যদের জন্যও ট্রেন্ডি ঈদ আউটফিট।
এছাড়াও রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, জুতাসহ নানা ফ্যাশন এক্সেসরিজ। ঢাকা, সিলেট, বগুড়া, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার এর সকল শোরুমে থাকছে ঈদের যাবতীয় নতুন এসব ফ্যাশন আউটলাইন।