ঢাকা, , ২৬ ফেব্রুয়ারী, ২০২১
দিতে থাকবে স্বতন্ত্র বাজেট।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গত শুক্রবার রাতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। যৌথ এই আয়োজন ছিল টানা নবমবারের মতো। প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠান ঢাকা, চট্টগ্রাম ও নিউইয়র্ক থেকে সরাসরি সম্প্রচার করে এনটিভি।
অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ছিলেন সঞ্চালক।
অর্থমন্ত্রী বলেন, ‘দশমবার বাজেট দিচ্ছি, আমার জন্য তা সৌভাগ্যের। তবে ধারাবাহিকভাবে এটা আমার অষ্টম বাজেট। এতে একধরনের সুবিধা আছে। অনেক অপূর্ণ ইচ্ছা থাকে, যা ধরাছোঁয়ার মধ্যে আসে না, সেটা করার চেষ্টা করি।’