ঢাকা, , ২ মার্চ, ২০২১
ক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। এতে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল।
তিনি পেয়েছেন সেরা শিল্পীর, নারীদের বিভাগে সেরা শিল্পীর ও বিলবোর্ড টপ টু হান্ড্রেড শিল্পীর পুরস্কার। ভক্তদের ভোটে চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মার্কিন গায়িকা রিয়ান্না। কানাডীয় তারকা জাস্টিন বিবার পেয়েছেন সেরা পুরুষ শিল্পী পুরস্কার। তা ছাড়া এ আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন আরঅ্যান্ডবি ঘরানার কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড।