ঢাকা, , ২৬ ফেব্রুয়ারী, ২০২১
প্রেস রিলিজ: গতকাল নগরীর পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদের ১৪৬তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে আসরের মুখ ছিলেন ভাষাসৈনিক, কবি ও রম্যলেখক খোন্দকার আমিনুল হক। অতিথি ছিলেন কবি মুকুল কেশরী, কবি ও সমালোচক খুরশিদ আলম বাবু, কবি এরফান আলী এনাফ, পাবনার উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, রেডিও পদ্মার কবির কবিতা অনুষ্ঠানের উপস্থাপক, আবৃত্তিকার নীপা হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শাহাদাৎ সরকার। আলোচকগণ বলেন, কবি আমিনুল হক বিনয়ী নিভৃতচারী মানুষ। তিনি তার সাহিত্য সাধনায় আমাদের সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন। শিশু সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। পাশাপাশি ভাষার সংগ্রামে রয়েছে তার অসামান্য অবদান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি এরফান আলী এনাফ, কবি খুরশীদ আলম বাবু, কবি মুকুল কেশরী, কবি মাহফুজুর রহমান আখন্দ, কবি আলমগীর আখন্দ, কবি রুনা লায়লা, কবি নাবিউল হাসান, কবি শরীফ জামিল, কবি আমীর উল রুমী, কবি এ কে এম দৌলোতুজ্জামান,সম্রাট, কাজী ইমাদ, তানিম আল-আমিন, কবি আলমগীর কবির হৃদয় প্রমুখ।