পাগলী
------ সোহেল চৌধুরী
পাগলীটা আজ মা হয়েছে, প্রতি বছরের মত
তাকে ঘিরে তাই গান ধরিল, মশা মাছি শত শত।
জানেনা পাগলী সোন-মণি বলে, আদর কিভাবে করে,
অনাহারী সে ক্ষুধার জ্বালা, ভুগিছে ব্যাথার জ্বরে।
কে জানি কে, মায়া করে তারে, ছুড়িয়া দিয়াছে রুটি,
মুহুর্তে ভোলে ব্যাথা-বেদনা, হেসে হয় কুটি কুটি।
কুকুরের মত পথের ধুল?....